
আশাশুনি প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আশাশুনি উপজেলা শাখার সকল ইউনিয়ন কমিটি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল গনি। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক রাজু আহমেদ পিয়াল এর সভাপতিত্বে এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাকিবুজ্জামান রাকিব, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, খুলনা বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আশাশুনির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছাফুর রহমান, নির্বাহী সদস্য আবু সুফিয়ান বিশ্বাস, মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক শরিফুজ্জামান, কালিগঞ্জ উপজেলার আহবায়ক সেলিম শাহরিয়ার, দেবহাটা উপজেলার আহবায়ক মাষ্টার সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলার সদস্য সচিব মিজানুর রহমান মন্টু প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সদস্য আছাফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বীরমুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান সংসদেও অনুমোদনকৃত ইউনিয়ন কমিটির কপি উপজেলা আহবায়ক ও সদস্য সচিব এর হাতে হস্তান্তর করেন অতিথিবৃন্দ।