
আশাশুনি প্রতিবেদক: ‘মাটির কাপে চা খাই-প্লাষ্টিকের ব্যবহার কমাই’ এ স্লোগান নিয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আশাশুনিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ বান্ধব মাটির কাপে চায়ের প্রচলনের উদ্বোধন ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদরের জনতা ব্যাংক মোড়ে মাটির কাপে চা পানের উদ্বোধন ও বিতরণ করেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সার্বিক তত্বাবধানে ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্যদের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন সরকারি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন চায়ের দোকানে মাটির কাপ বিতরণ করা হয়। পরিবেশবান্ধব স্লোগান নিয়ে গনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ সময় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সদস্য, বাজার কমিটির নেতৃবৃন্দ, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাটির কাপ বিতরনকালে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সভাপতি ইজাজ ইকবাল হিমেল প্লাস্টিকের চায়ের কাপের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সকলের প্রতি করোনার ঝুকি কমাতে মাটির চায়ের কাপ ব্যবহারের অনুরোধ জানান।