
আশাশুনি প্রতিবেদক : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিশেষ মৎস্য সেবা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিশেষ মৎস্য সেবা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ উপজেলার শোভনালী ও আশাশুনি সদর ইউনিয়নের ৫০জন মৎস্য খামারী উপস্থিত ছিলেন। এসময় খামারীদের মাটি ও পানি পরীক্ষা, মাছ চাষের সাধারণ পরামর্শ সেবা এবং মাছের রোগ দমনের পরামর্শ সেবা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।