
নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে মারপিট করে প্রতিপক্ষের এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার আশাশুনি সদরে। জখমিকে রক্তাক্ত অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, আশাশুনি সদরের মৃত তারাপদ গাইনের পুত্র স্বপন গাইনের সঙ্গে একই গ্রামের সন্যাসী মন্ডলের পুত্র রমেশ চন্দ্র মন্ডল গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত শনিবার সকালে স্বপন গাইনকে না ডেকে তার পৈত্রিক সম্পত্তি মাপজরিপ করতে থাকে রমেশ চন্দ্র গংরা। এ ব্যাপারে স্বপন গাইন প্রতিবাদ করতে গেলে উক্ত রমেশ চন্দ্র গংরা স্বপনকে মারপিট করে রক্তাক্ত জখম করে। স্বপনের ডাকচিৎকারে তার মা মমতা গাইন, পুত্র সুজন গাইন, ভাইপো ধীমান গাইন ও তার ভাইয়ের স্ত্রী ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে। গুরুতর আহত স্বপন গাইনকে পরিবারের লোকজন উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্বপন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।