
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় ৩ আসামীসহ ৪ জন গ্রেফতার হয়েছে। শনিবার গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে ইউপি সদস্য শিষ মোহাম্মদ জেরি (৩৮), শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৬২) বাউচাষ গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে মনিরুজ্জামান (৩৬) কে নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়। একই দিনে আদালতের গ্রেফতারী পরোয়ানার আসামী শাওন হোসেন (৩৬) কে গ্রেফতার করেন। আসামীদের রবিবার সকালে সাতক্ষীরা কোট হাজতে প্রেরন করা হয়েছে।