
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনর্চাজ মোঃ আবদুস সালাম এর নতেৃত্বে এএসআই দেবাশীষ মন্ডল সঙ্গীয় এসআই বিজন কুমার সরকার এর সহায়তায় ৪০ পিচ ইয়াবাসহ বুসখালী গ্রামের এলেম বক্স গাজীর পুত্র এরশাদ হোসেন, মৃত ইয়াকুব্বর গাজীর পুত্র আব্দুস সালাম ও মগরব গাজীর পুত্র আবু সাঈদ গাজীকে শালখালী বাজার হতে হাতনোতে গ্রেফতার করনে। এব্যাপারে থানায় ৩০(৯)/১৯ মামলা রুজু করা হয়েছে। অপরদেিক এসআই ফণীভূষন সরকার সিআর-৯০/২৯ (ওয়ারেন্ট) আসামী কুড়িকাহুনিয়া গ্রামের কুরবান গাজীর পুত্র রশিদুল গাজীকে, এএসআই আলমগীর হোসেন সিআর-৪৩/০৬ আসামী বড়দল গ্রামের সামাদ গাজীর পুত্র রুবেল গাজীকে এবং এএসআই দেবাশীষ মন্ডল সিআর-২৫৮/১৯ আসামী বসুখালী গ্রামের মৃত আয়জদ্দিন পিয়াদার পুত্র সহদিুল ইসলামকে গ্রেফতার করনে।