জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির আহবায়ক মোঃ খায়রুল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব রবীন মন্ডল। সভায় আশাশুনি উপজেলার ৮ ইউনিয়ন প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটি থেকে সদস্য ফরম বই বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ইউনিয়ন প্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানানো হয়।

