
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইসমত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।