
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দলে ভ্যানে গাছের গড়ি ওঠানোর সময় গাছ চাপা পড়ে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুর ১২.৩০ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উপজেলার বড়দল ইউনিয়নে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আরমান সানার ছেলে কাঠ মিস্ত্রী মুনসুর সানা (৫৮) একই গ্রামের গোলাম আম্বিয়া গাজীর গাছ কেটে ভ্যানে উঠাচ্ছিলেন। অসতর্কতা বশতঃ ভ্যান থেকে গাছের গড়ি সরে তার গায়ের উপরে পড়ে। তার পিছনে সুপারী গাছ থাকায় তিনি পিছাতে পারেননি। লোকজন তাকে দ্রæত গাছের তলা থেকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়। ঐদিন মাগরিব বাদ জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন গোয়ালডাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আনারুল ইসলাম।