
আশাশুনি প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যেছিল, পবিত্র কুরআন খতম, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা।
আশাশুনি উপজেলা পরিষদ জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইফা আশাশুনির এফএস মুহাঃ আসাদুল্লাহ। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মোঃ রবিউল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আঃ গফফার। মডেল কেয়ার টেকার (আশাশুনি) মোঃ মহিউদ্দিনের পরিচালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন, বকচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মহিউদ্দিন।
বুধহাটা বাজার বণিক সমিতি ঃ বঙ্গবন্ধুর জন্মদিন পালনের উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটা ও আলোচনা রাখেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মামুন হোসেন। অনুষ্ঠানে বণিক সমিতির উপদেষ্টা মন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান রাজু, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী নায়ারণ চন্দ্র পাল, প্রহ্লাদ বিশ্বাস, রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শেখ বাদশা।