
আশাশুনি প্রতিবেদক: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আমন ধান সংগ্রহ অভিযান ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম অফিসে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ইনচার্জ উত্তম কুমার ভক্ত’র সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উদ্বোধন কালে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, মিল মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুল্লাহ ডিলার আবুবক্কার সিদ্দিক, খাদ্য গুদামের অফিস সহকারে মোঃ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। ২৮ টাকা কেজি দরে এ বছর আমন ধান ৪৬১ মে.টন ও ৪২ টাকা কেজি দরে ৭৮ মে.টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।