
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে করোনা আক্রান্ত আরও একজনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মঙ্গলবার তাকে করোনা মুক্ত সনদ প্রদান করা হয়।
আশাশুনি সদর ইউনিয়নের সোদকোনা গ্রামের মোহাম্মদ আলী সরদারের পুত্র করোনা পজিটিভ রোগী মোজাম্মেল হক দীর্ঘ দিন লকডাউন এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারে পক্ষে একটি টিম তার বাড়িতে উপস্থিত হয়ে স্বাস্থ্য বিভাগের উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাকে করোনামুক্ত ঘোষণা করে জনসম্মুখে করোনামুক্ত সনদপত্র প্রদান করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এইচ এ মোক্তারুজ্জামান স্বপন এবং এইচ এ নাদিমুজ্জামান সজল উপস্থিত ছিলেন।