
আশাশুনি ব্যুরো: উগ্রপন্থা/সহিংসতা প্রতিরোধে কমিউনিটির অংশগ্রহন নিশ্চিত করনে আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য ও পিচ ক্লাবের সদস্যদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রকল্পের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রভাষক ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী শারমীন চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, অগ্রগতি সংস্থার মনিটরিং অফিসার মঈন উদ্দীন, পিও সানাউল বাশার, ফিল্ড অফিসার ফরহাদ হোসেন, পিচ ক্লাবের সদস্য জসীম উদ্দীন, রহিমা খাতুন, সহ অন্যান্য সদস্যবৃন্দ আলোচনা রাখেন।
পিচ কনসোর্টিয়াম উপজেলার ১১ ইউনিয়নে ১১টি ক্লাব গঠন করে সহিংসতা প্রতিরোধে জন সম্পৃক্ততা সৃষ্টিতে কাজ করে আসছে। তাদের বাস্তবায়িত কার্যক্রম ও গৃহীত কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থাপন করেন।