
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুজিব কর্ণার পরিদর্শন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন। মঙ্গলবার তিনি মুজিব কর্ণার পরিদর্শনে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের তত্ত¡াবধানে স্বাস্থ্য কমপ্লেক্সে “মুজিব কর্ণার” স্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সমৃদ্ধ সংগ্রহ প্রদর্শন করে মুজিব কর্ণারকে সাজানো শুরু করা হয়েছে। নব নির্মিত “মুজিব কর্ণার” পরিদর্শন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত। এসময় ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকারসহ স্বাস্থ্য কপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।