
নিজস্ব প্রতিবেদকঃ আশাশুনি সরকারি কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক সুশীল কুমার মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ রেজাউল করিম। গীতা পাঠ করে জয়ন্ত চক্রবর্ত্তী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ক্যাপ্টেন ইছাহাক আলী ও প্রভাষক জাকির হোসেন। সংগীত পরিবেশন করে শিক্ষার্থী রিংকু রানী।
সমাবেশে বক্তারা কলেজর লেখাপড়া, বাল্য বিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সমাবেশে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত মায়েরা তাদের সন্তান তথা ছাত্র- ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি
কলেজের লেখাপড়ার মান, নিয়ম- শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।