
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
যুব সম্প্রদায়কে ক্রীড়া মুখী করার লক্ষ্যে সরকার যুব সম্প্রয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই আওতায় আশাশুনি ব্রাইট স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত ও অন্য সদস্যদের হাতে জননেত্রী শেখ হাসিনা উপহার ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল তুলে দিচ্ছেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আাশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন।