
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার খাজরায় মাদকাসক্তদের নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত কিশোর সেলিম হোসেনকে (১৯) আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
খাজরা ইউনিয়নের খাজরা গ্রামের মৃত আয়জদ্দিন খাঁর পুত্র আঃ হান্নান খাঁ বাড়ির পাশে ৩ বিঘা জমিতে মৎস্য ঘেরে মাছ চাষ করে থাকেন। তার পুত্র সেলিম হোসেন ঘের দেখাশোনা করে। একই গ্রামের খালেক গাজীর পুত্র মোস্তাকিম, মুছা খাঁর পুত্র আমিরুল ও আব্দুল্যাহ গাজীর পুত্র ওসমান মাদকাসক্ত ও মাস্তান প্রকৃতির, তারা মাঝে মধ্যে ঘেরের বাসায় গিয়ে সেলিমকে মদ-গাঁজা খাওয়ানোর চেষ্টা করতো। তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে সেলিম বিষয়টি তার পিতাকে জানালে তিনি তাদের অভিভাবকদের অবহিত করেন। এতে মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে খুন জখমের ষড়যন্ত্র করতে থাকে। ৪ মে রাত্র ১০ টার দিকে খাওয়া দাওয়া শেষে সেলিম ঘেরের বাসায় পৌছানোর পূর্ব মুহুর্তে ওঁৎপেতে থাকা মাদকাসক্তরা সেলিমতে চাকু, চাইনিজ কুড়াল ঠেকিয়ে গামছা দিয়ে মুখে বেধে টানতে টানতে আধা কিঃমিঃ দূরে নদীর চরে কেওড়া বাগানে নিয়ে যায়। নাইলোনের দড়ি দিয়ে গলায় ফাঁস আটকে হত্যার চেষ্টা করে। মারপিট করে এবং ২৮০০০ টাকা মূল্যের মোবাইল ফোন, ৫০০০ টাকার বিদেশী টর্চ লাইট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। নদীর চরে পুতে ফেলার হুমকী দেয়। সেলিম তাদের হাত পা ধরে প্রাণ ভিক্ষা কামনা করে। এসব কথা কাউকে বললে যেখানে পাবে মুন্ডু কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকী দিয়ে চলে যায়। তার চিৎকারে মৎস্য ঘেরে যাওয়ার পথে শফিকুল নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করেন। অভিভাবকরা খবর পেয়ে গুরুতরআহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন।