
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি থেকে এক ভাড়াটিয়া মোটরসাইকেল চালক অপহরণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় দাঁদপুর সোহরাব আলী মার্কেটের আল-আকসা মসজিদের সামনে অপহরণের ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা জেলার পাইকগাছা থানার শাহাপাড়া গ্রামের মোঃ আবুল কালাম সরদারের পুত্র মোঃ বাবলু রহমান সরদার (৩০) তার মামা আশাশুনি উপজেলার বুধহাটা মৃত গহর আলী সরাদরের পুত্র মোঃ রবিউল ইসলামের বাড়ীতে থেকে মোটর সাইকেল চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তার মামার বাড়ীতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাবলুর পরিবার ও আত্মীয় স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারে দাঁদপুর সোহরাব আলী মার্কেটের আল-আকসা মসজিদের সামনে থেকে যাত্রীর জন্য অপেক্ষারত বাবলুকে বাবু সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন একটি নোহা সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে সন্ত্রাসীরা ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় বাজারের লোকজন বাবলুর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে আগরদাড়ী গ্রামের ওমর আলীর পুত্র মোঃ আব্দুস সাত্তারের বাড়ীতে রেখে দেয়। অপহরণকারীর মূল নায়ক জনৈক বাবু আব্দুস সাত্তারের আত্মীয় বলে জানা গেছে।
এ ঘটনায় বাবলুর পিতা আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা বাবু সহ ৫/৬ জনের নামে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছে।
এদিকে স্থানীয় একাধিক সূত্র দাবী করেছে বাবলু অপহরণের নেপথ্য কারন দুই লক্ষ টাকা ছিনতাই। সম্প্রতি একটি চক্র ভারতীয় রুপি দেয়ার প্রলোভন দেখিয়ে জনৈক ব্যক্তির ২ লক্ষ টাকা চোট দেয়।
এ ঘটনার পর বাবলু অপহরণের শিকার হয়।
অপহরণের পর বাবলু তার স্বজনদের বারংবার বলেছে তোমরা ২ লক্ষ টাকা দিয়ে আমাকে মুক্ত কর।
সাতনদীর তথ্যানুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।