
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপ‚র্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে দু’টি প্যানেলের মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচনে একটি প্যানেলের ৪ জন এবং অপর প্যানেলের একজন বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ২৪৮ জন। এর মধ্যে পোল হয় ২১০ ভোট। বাতিল হয় ১০ ভোট।
ঘোষিত ফলাফলে পুরুষ সদস্য পদে ইলিয়াছ সরদার ছাতা প্রতীকে ১০৯ ভোট পেয়ে ১ম, সালাউদ্দীন মেড়ল টিউবওয়েল প্রতীকে ১০৪ ভোট পেয়ে ২য়, আকিবার রহমান বই প্রতীকে ১০৩ ভোট পেয়ে ৩য় এবং স, ম ফজলুর রহমান মোরগ প্রতীকে ৯৫ ভোট পেয়ে ৪র্থ হয়ে বিজয়ী হয়েছে। এছাড়া হযরত আলী বাবু চেয়ার প্রতীকে ৯৩ ভোট, জিয়াউর রহমান মাছ প্রতীকে ৯১ ভোট এবং শাহিন রেজা হরিণ প্রতীকে ৮৮ ভোট পায়। অপরদিকে মহিলা সদস্য পদে হামিদা খাতুন গোলাপ ফুল প্রতীকে ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী ঝরনা চক্রবর্তী কলস প্রতীকে পায় ৯৩ ভোট।
উল্লেখ্য, পুরুষ সদস্য পদের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ী ও মহিলা সদস্য পদের বিজয়ী প্রার্থী একই প্যানেলভ‚ক্ত এবং পুরুষ সসদস্য পদের ৪র্থ স্থান অধিকারী বিজয়ী ও পরাজিত অন্যান্যরা এক প্যানেলভ‚্ক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান। সহকারী হিসেবে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের তুষার কান্তি সরকার ও গোলাম রব্বানী। নির্বাচন চলাকালীন সময়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মন্ডল সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সমাজসেজবক, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ও পরিদর্শন করেন।