
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদ্য সাবেক সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সিনিঃ সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসানসহ নবনির্বাচিত সদস্যদের হাতে প্রেসক্লাবের কাগজপত্র ও খাতাপত্র তুলে দেন। এরপর নবনির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে জি এম মুজিবুর রহমান, আলী নেওয়াজ, সিনিঃ সহ-সভাপতি আঃ আলীম, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, অর্থ সম্পাদক এমএম নূর আলম, সদস্য ফাইজুল কবীর, সুব্রত কুমার প্রমুখ বক্তব্য রাখেন।