আশাশুনি ব্যুরো: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) প্রেসক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উক্ত তফশীল ঘোষণা করা হয়। আগামী ২২ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় সভায় কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল ক্লাবের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন। সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, এস এম আহসান হাবীব, সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দীন বুলু, কার্যনির্বাহী সদস্য সচ্চিদানন্দদে সদয়, সদস্য প্রভাষক শেখ আশিকুর রহমান, সোহরাব হোসেন, নুর আলম, ফায়জুল কবীর, গোলাম মোস্তফা, শেখ বাদশা, ডা. শাহজাহান হাবীব, জগদীশ সানা, জাকির হোসেন, শেখ ইয়াছির আরাফাত সহ সকল সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে নি¤œরূপ নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র ক্রয় ১ সেপ্টেম্বর, মনোনয়ন জমা ৫ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর আপীল শুনানী, ৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা ১২ সেপ্টেম্বর। সকল কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে পরিচালিত হবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন জিএম মুজিবুর রহমান ও সুব্রত কুমার দাশ। ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সভায় বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী এসএম শরীফ হোসেন উপস্থিত হয়ে অনুদান প্রদান করেন।