
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে রিটার্নিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। তাকে সহায়তা করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সদস্য সুব্রত কুমার দাশ।
যাচাই বাছাই শেষে সভাপতি পদে জি এম আল-ফারুক ও এস এম আহসান হাবিব, সহ-সভাপতি পদে আব্দুল আলীম ও বোরহান উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক পদে এস কে হাসান ও সমীর রায়, যুগ্ম সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন, অর্থ সম্পাদক পদে এম এম নূর আলম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকপদে ২ জন করে মনোনয়ন জমা দেওয়ায় এ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকপদে একজন করে মনোনয়নপত্র জমা প্রদান করেন। তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আগামী ৮ সেপ্টেম্বর আপীল শুনানী, মনোনয়ন পত্র প্রত্যাহার ৯ সেপ্টেম্বর, চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা ১২ সেপ্টেম্বর এবং আগামী ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।