
আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি উপজেলায় ব্র্যাক ২৫০ পরিবারের মাঝে ৭ হাজার ৭৫০টি বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টায় বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ডেনমার্ক সরকারের অর্থায়নে রেইন ফর লাইফ জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় ব্র্যাক আশাশুনি ও বুধহাটা প্রকল্প অফিস চত্বর থেকে চারা বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় প্রজেক্ট অপারেশন ম্যানেজার মোঃ সফিকুর রহমান, এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম ও কাজী এনামুল হক, সেক্টর স্পেশালীস্ট শাহিন হোসেন ও আনিছা ইসলাম মিষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে একটি করে ছফেদা, মাল্টা, শরিফা, আম, আমলকি, কদবেল, আমড়া, পেয়ারা, পেঁপে ও জামরুল এবং ১০টি করে সুপারির চারা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার যাতে বছরের ১২ মাস কোন না কোন ফল খাওয়ার সুযোগ পায় ও পারিবারিক পুষ্টি মিটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে চারার জাত নির্বাচন করা হয়েছে।