
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে দুর্নীতি বিরোধী শপথের মাধ্যমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দিপ, আবুল বাছেত আল হারুন চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমীন, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, পিআও সোহাগ খান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, প্রবীন আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক সমীর রায়, জাতীয় পার্টী নেতা ইয়াহিয়া ইকবাল প্রমুখ।
সভায় দুর্নীতি প্রতিরোধে উপজেলার প্রত্যেক অফিসে ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’ সাইনবোর্ড টাঙ্গিয়ে রাখা, শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের লটারী বিক্রির ১ লক্ষ ৮৪ হাজার টাকা ক্রেতাদের ফেরত প্রদান প্রসঙ্গে, নেটপাটা অপসারণে কার্যকরি ভূমিকা গ্রহণ, স্কুলে শিক্ষার মানোন্নয়ন, আশাশুনি বাইপাস সড়কে হাইস্পিডে গাড়ী চলাচল, মাদক নিয়ন্ত্রন, ডিজিটাল নিরাপত্তা আইনের কথা মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।