নিজস্ব প্রতিবেদক:
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে কুরুচিপ‚র্ণ বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম কে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন প্রতাপনগর-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যার সভাপতিত্বে খাজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন,খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিমের মরহুম পিতা মোজাহার উদ্দীন সরদার কখনও রাজাকার ছিলেন। বরং তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেছিলেন। যা উপজেলা পর্যায়ে যাচাই বাছাই করা হয়েছে। বক্তারা আরো বলেন, খাজরার চেয়ারম্যানের জন্য আজকের উপজেলা চেয়ারম্যান তার চেয়ারে বসে আছেন।
তিনি যদি আজ নৌকার বিরোধিতা করতেন তাহলে কখনো তিনি উপজেলা চেয়ারম্যান হতে পারতেন না। উপজেলা আওয়ামী লীগের হবার পরও ইউপি নির্বাচনে ডালিমের বিপক্ষ প্রতিদ্ব›দ্বীদের সাথে নিয়ে নৌকার ভরাডুবি কামনায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। মোস্তাকিমের নানামুখি ষড়যন্ত্রের পরও খাজরা ইউনিয়নবাসী শাহনেওয়াজ ডালিমকে তথা নৌকাকে বিজয়ী করেন।
মানববন্ধনে বক্তারা মোস্তাকিমের সকল যড়যন্ত্র থেকে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম কে মুক্ত করতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে শ্রীকৃষ্ণ মন্ডলের সঞ্চলনায় বক্তব্য রাখেন শ্যামপদ ঘোষ, যুবলীগ নেতা রিপন হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশিষ মন্ডল, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আঃ সাত্তার প্রমুখ।
এসময় ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকু, খায়রুল ইসলাম, রামপদ সানা,মফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মোজাম্মেল হক, রইচউদ্দীন সরদার, অনুপ কুমার সানা, বিশ্বজিত হালদারসহ খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।