
নিজস্ব প্রতিবেদক: আলিপুর তরুণ নাট্য সংস্থার স্বত্ত্বাধিকারী হিসাবে যৌথভাবে দায়িত্ব বুঝে নিলেন বিশিষ্ট সমাজসেবক শ্যামল সরকার এবং আলিপুর তরুণ নাট্যসংস্থার সভাপতি অতুল কুমার ঘোষ। মঙ্গলবার আলিপুর হাটখোলায় আলিপুর তরুণ নাট্য সংস্থার অস্থায়ী কার্যালয়ে সকল শিল্পী ও কলাকৌশলীদের উপস্থিতি ও সকলের মতামতের ভিত্তিতে তাদের দুজনের উপর যৌথভাবে উক্ত দায়িত্ব অর্পণ করা হয় এবং আগামী বছরে সাতক্ষীরা জেলায় বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশ বান্ধবভাবে শিক্ষামুলক জ্ঞানমুলক নাটক ও যাত্রাপালা উপহার দেওয়ার জন্য শ্যামল সরকার এবং অতুল কুমার ঘোষ এ দায়িত্ব বুঝে নেন।