
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ স্থানীয় গ্রুপ আল মদিনা গ্রুপের ফার্মা প্রতিষ্ঠান ‘আল মদিনা ফার্মাসিটিক্যালসের’ (হিউম্যান ডিভিশন) রিজিওনাল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) যশোরস্থ জয়তী সোসাইটির কনফারেন্স হলে দিনব্যাপী অনুষ্ঠিত সেলস মিটিং ও ট্রেনিং সেশনে প্রধান অতিথ ছিলেন কোম্পানির হেড অব অপারেশন মোনায়েম খান। খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির বরিশাল এএসএম শফিকুল ইসলাম, যশোরের আরএসএম আহসান উল্লাহ শিমুল, কুষ্টিয়ার আরএসএম মেহেদী হাসান মিল্টন প্রমুখ। অনুষ্ঠান মুল ট্রেনিং সেশন পরিচালনা করেন কোম্পানির ট্রেনিং ম্যানেজার আব্দুল্লাহ আল কাইয়ুম। অনুষ্ঠানে বক্তাগন আল মদিনা ফার্মাসিটিক্যালসের উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের ওষুধের কার্যকারিতা ও প্রমোশনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোম্পানির খুলনা, যশোর ও কুষ্টিয়া রিজনের এরিয়া ম্যানেজার এবং মেডিকেল ইনফরমেশন অফিসারগণ উপস্থিত ছিলেন।