
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার সড়ক সংস্কারে নেই কোন উদ্যোগ। গাছ উপড়ে ও পানিতে ভেসে নষ্ট হয়ে গেছে পাকা সড়ক। বর্তমানে সড়কে উপড়ে পড়া গাছগুলোও কেঁটে নিচ্ছে স্থানীয়রা। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, আগামী অর্থ বছরে সংস্কার করা হবে আম্ফানে ক্ষতিগ্রস্থ সড়ক।
সাতক্ষীরা সড়ক ও জনপথ দপ্তর থেকে জানা গেছে, আম্পান ঝড়ে জেলায় ৫ কিলোমিটার সড়ক আংশিক ও আধা কিলোমিটার সড়ক সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে। টাকার হিসেবে এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। জেলায় সড়কে গাছ পালা উপড়ে পড়ে ১০ হাজারেও বেশী।
জেলার পাটকেলঘাটা-তালা বাইপাস সড়কে আম্পান ঝড়ে শতাধিক গাছ উপড়ে পড়েছে। ঝড়ের পর সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা সড়ক থেকে গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করে। তারপর থেকে এভাবেই পড়ে রয়েছে সড়কের গাছগুলো। স্থানীয় বাসিন্দাদের গাছ কেঁটে নিতে দেখা গেছে বিভিন্নস্থানে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন জানান, আম্ফান ঝড় পরবর্তী সময়ে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়। গাছগুলো কেঁটে গুড়িগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। সেগুলো এখনো সেভাবেই রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এখনো তারা কোন ব্যবস্থা নেয়নি।
তালার সুজনশাহ এলাকার সড়কের পাশে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, ঝড়ে পড়া গাছগুলো এলাকার অনেকে কেঁটে নিয়ে গেছে। এছাড়া এখনো সড়কের পাশে বহু গাছ পড়ে রয়েছে। ঝড়ে গাছের সঙ্গে পাকা সড়কের অর্ধেকও উপড়ে গেছে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মজ্ঞুরুল ইসলাম বলেন, ঝড়ের কারণে জেলায় ৫ কিলোমিটার সড়ক আংশিক ও আধা কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে। সড়কগুলো সংস্কারে এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি। আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে।