পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে খুলনা – ৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদে বক্তৃতা সময় স্বল্পতার কারণে আমি সম্পূর্ণ কথা বলতে পারিনি। পরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাৎ হলে সেখানে বলেছি আমার গলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ফিরিয়ে দিন। লবণ পানি আমার অঞ্চলের সবকিছু কেড়ে নিয়েছে। ধনীরা ধনী হচ্ছে আর গরীবরা সর্বস্ব হারাচ্ছে। এলাকার লবণাক্ততা এতটাই যে একটা মেয়ের ভালো ঘরে বিয়ে পর্যন্ত হয় না। এলাকায় কোন ভালো ছেলেরা বিবাহ করতে চায় না। লবণাক্ততা আর কারণে এলাকার অধিকাংশ পুরুষেরা কর্মসংস্থানের খোঁজের জন্য অন্যান্য জেলায় বছরের বেশিরভাগ সময় কাটায়। কর্মসংস্থান ফিরিয়ে আনতে এখানে লবণ পানি উত্তোলন বন্ধ করে কৃষি খাতে প্রণোদনের মাধ্যমে কৃষির প্রসারিত করতে হবে। মাছ উৎপাদন করে আমাদের এখান থেকে রাজস্ব অর্জিত হয় ঠিকই সেক্ষেত্রে জোন হিসাবে ভাগ করে মাছের জন্য একটা নির্দিষ্ট এলাকা এবং কৃষির জন্য আলাদা আলাদা সেক্টর করলে কর্মসংস্থান বৃদ্ধিতে আর্থ-সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের এঅঞ্চলের সমদ্ধি বৃদ্ধি পাবে। শনিবার সকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত সংসদ সদস্য এসব কথা বলেন। এসময় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে এঅঞ্চলে পরিকল্পিত ভাবে মিষ্টি পানিতে ধান ও মাছ চাষের আহ্বান জানান। সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। আগামীতে আমরা মিষ্টি পানিতে ধান ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিনহাজ্ব নদী ও বাউখোলা নদী সহ সমস্ত খাল খননের দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান তুহিন ষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু সহ-সভাপতি সাধারণ সাধু সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী। এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভূতিভূষণ সানা, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিজন সরকার, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, উপজেলা সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, কুদ্দুস সানা, মুরারী মোহন সরকার, সুবাস ঢালী, সুনিল মন্ডল, জহিরুল সানা, শহীদুল্লাহ কায়সার, শেখর ঢালী, হারুজমাদ্দার, সুলতান মাস্টার, ইউপি সদস্য জিএম তাজউদ্দীন আহমেদ, টিএম হাসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান, অরবিন্দ মন্ডল, প্রকাশ চন্দ্র মন্ডল, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর সানা, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা, দিলীপ মন্ডল, অঞ্জলী ঢালী, মর্জিনা, রমেছা, অরুনা বিশ্বাস, রেজাউল করিম সানা প্রমুখ। এরপূর্বে সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।
আমার গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ফিরিয়ে দিন লস্কর ইউনিয়নে সুধী সমাবেশে এমপি রশীদুজ্জামান
পূর্ববর্তী পোস্ট