আশাশুনি সংবাদদাতা:
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া খেয়াঘাটের ওয়াপদা ভাঙ্গনে আতঙ্কে ৩ ইউনিয়নের ৪০ গ্রামবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন আনুলিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক রুহুল কুদ্দুস।
পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের জানান, সকালের ভাটা থেকে শুরু করে দুপুরের জোয়ারের মধ্যে মাত্র ছয় ঘন্টার ব্যবধানে নদী গর্বে বিলীন হয়ে গেল কাকবসিয়া খেয়াঘাটের যাত্রী ছাউনি ও ১০০ মিটারের ইটের সলিং রাস্তা। খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের দ্রæত সংস্কারের কাজ না করলে আনুলিয়া, প্রতাপনগর ও খাজরা ইউনিয়নের প্রায় ৪০ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় খেয়াঘাটের মাঝি আব্দুল খালেক গাজী ও মোঃ মফিজুল ইসলাম জানান ফজরের নামাজ আদায় করে খেয়াঘাটে আসি। রাতের জোয়ারের পানি নামার সাথে সাথেই ভাঙ্গনের ফাটল ধরা শুরু হয়। তার কিছুক্ষণ পরেই ইটের সলিং ও যাত্রী ছাউনী সহ ঘাটের পাড়ের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে বাঁধের সংস্কারের কাজ না করলে ওয়াপদার বড় ধরনের ফাটল হত পারে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে দ্রæত সময়ের মধ্যে সংস্কারের কাজ করা হবে ।