
জাতীয় ডেস্ক:
খুলনায় আদালতের আদেশে অভিযুক্ত ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীকে বিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৩ মার্চ) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক আব্দুস ছালাম খান বিয়ের আদেশ দিলে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ভিকটিম ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন। তার দুইটি সন্তানের মধ্যে বড়টি তার আগের স্বামীর বাড়িতে ও ছোট সন্তানটি তার সাথে থাকতো। আগের স্বামী তাকে ছেড়ে যাওয়ায় তিনি বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০২০ সালে তার সাথে রাজুর পরিচয় হয়। রাজু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করেন। এক পর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রাজু তাকে বিয়ে করতে অস্বীকার করেন।
২০২১ সালের ১৬ জুন রাজু অন্য মেয়েকে বিয়ে করলে ২০ জুন লবনচরা থানায় মামলা দায়ের করেন ভিকটিম। এর মধ্যে ভিকটিম একটি সন্তানের জন্ম দেন।
ওই মামলায় বিচারক ভিকটিমের সঙ্গে ধর্ষক রাজুর বিয়ের আদেশ দেন। পরে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। এ বিয়ের ফলে জন্ম নেওয়া শিশুর স্বীকৃতি দিলেন পিতা। বিষয়টি আদালতপাড়ায় বেশ আলোচিত হয়েছে।