
প্রেস বিজ্ঞপ্তি: আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর বাড়িতে গত বুধবার রাতে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনা নাশক দ্রব্য স্প্রে করে সাংবাদিক দম্পতিকে অজ্ঞান করে বাড়ীর দরজা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানাচ্ছে এবং সাংবাদিক দম্পত্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, এম শাহীন গোলদার, মাছুদুর জামান সুমনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।