নিজস্ব প্রতিবেদক:
জেলা পুলিশের পর এবার অসহায় প্রসূতি মায়ের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক কায়সারুজ্জামান হিমেল।
ক’দিন আগেই স্বামী ছেড়ে যাওয়া রোকেয়া বেগম প্রসব যন্ত্রনা নিয়ে শহরের একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও তার মুখে হাসি ফোটেনি। ধার করে নিয়ে আসা ৬’শ টাকা দিয়ে হাসপাতালে ভর্তি হলেও হাসপাতালের বিল মেটানোর মত আর্থিক অবস্থা যে তার নেই। এমতাবস্থায় রোকেয়ার পাশে দাড়িয়েছিল সাতক্ষীরা জেলা পুলিশ। হাসপাতালের সব বিল মিটিয়ে পুলিশ এ্যাম্বুলেন্সে করেই বাড়ি ফেরে প্রসূতি রোকেয়া বেগম।
এরপর মঙ্গলবার সকালে শহরের মাঠপাড়ায় সেই সদ্য প্রসূতি অসহায় মা রোকেয়া বেগমের বাড়িতে তাকে দেখতে যান সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল। এসময় তিনি রোকেয়াকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রসমাজের সহ সভাপতি নাহিদুর রহমান রিমন ও সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন।