নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায় সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা টেনিস ক্লাব চত্বরে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগরের ব্যক্তিগত উদ্যোগে ৬৫টি অসহায়-দরিদ্র সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, চিনি, সুজি, তেল, ডাল ও সাবান। এ সময় কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজা উপলক্ষে আমার এলাকার অসহায় দরিদ্র সনাতন পরিবারের মাঝে আমি ব্যক্তিগত অর্থ দিয়ে খাদ্য সামগ্রী প্রদান করছি। যাতে তারা সুন্দরভাবে দুর্গোৎসব পালন করতে পারে। আগামী দিনেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ, তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সাতক্ষীরা জজকোর্টের এড. তাপস ব্যানার্জী, ৯নং ওয়ার্ড আ.লীগের সহ সভাপতি সুবোল কুমার বিশ^াস, মো. আরিফুর রহমান খান বাপ্পি, গণেশ প্রমুখ।