নিজেস্ব প্রতিবেদক, যশোর: যশোর অভয়নগরে সুরেশ বিশ্বাস (৫২) নামের এক ব্যাক্তিকে গাঁজার গাছ সহ আটক করে অভায়নগর থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে সুন্দলি ইউনিয়নের ডহর মশিহাটি গ্রামের বাড়েদা বড় পুকুর পাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সুরেশ বিশ্বাস ওরফে (গনেশ পাগল) ডহর মশিহাটি গ্রামের বাড়েদা বড় পুকুর পাড় এলাকার সুরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র। অভয়নগর থানার এস আই শাহ আলম ও এস আই বনি আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটি বাড়ির ঘরের পিছন থেকে ০২ কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ নরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র সুরেশ বিশ্বাসকে আটক করে। এ সময় সুরেস বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাসকে পাওয়া যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম জানান, সবুজ জাতীয় গাজাঁর ওজন ০২ কেজি। যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। আটক সুরেশ বিশ্বাসের বিরুদ্ধে আইন ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬(১) স্মারনি ১৮(ক)মামলা (মামলা নং-২৩) রুজু করে বিকেলে আদালত প্রেরণ করা হয়েছে।