কেন আজ এত বেশি মনে পড়ে তোমাকে?
নিঃসঙ্গ জীবনের জীর্ণ কুঠিরে
কেন তুমি এসো বারে বারে?
ভুল কি ভেঙেছে তোমার?
আশা কে করেছি ত্যাগ,সুখকে দিয়েছি বিসর্জন
হয়েছি যে আজ আমি সন্ন্যাসী এরপরও কি হবে তুমি আমার জীবন সঙ্গী?
না, না প্রিয়, এখানে তুমি আর এসোনা
এখানে কেবল অব্যক্ত ব্যথার উত্তপ্ত মরুভূমি
এখানে তুমি এসো না প্রিয়
কেন তুমি আসবে আবার এখানে?
এতদিন পরে খুঁজিছো তোমার পুজার দেবতারে
ওগো! পূজারী –
সেখানে দেখো আছে দাঁড়িয়ে নিঃসঙ্গ এক নিষ্ঠুর সন্ন্যাসী।
প্রদীপের তেল শুকিয়ে এসেছে
সলতে প্রায় শেষ,
জীবনের পথে আঁধার নামছে
যাব যে অজানা দেশ।
সঙ্গী হবে জোনাকিরা সেদিন
দেখিয়ে দিতে পথ,
বাঁশের তৈরি সেই তো হবে
স্বর্গ সুখের রথ।
শেষ বিকেলে ব্যাকুল হৃদয়
করেছি প্রেয়সীর সন্ধান
জীবন বসন্তের শেষ আয়োজন, গায়বে না আজ কোকিল গান।
শান্তির মেলায় খুঁজিনিকো ঠাঁই বিরহের মাঝেই কেটেছে জীবন
তাই বুঝি আজি প্রকৃতির দাসীর ভেঙেছে যত অভিমান।