
ঈমান আলী:
অভিনব কায়দায় সাতক্ষীরা পোষ্ট অফিস থেকে এক মৎস্য ব্যাবসায়ীর ২ লাখ টাকা চুরি। ঘটনা ঘটেছে রবিবার (২৬শে জুলাই) বেলা পৌনে একটার দিকে নগরীর রেজিষ্ট্রী অফিস মোড় সংলগ্ন পোষ্ট অফিস শাখায়।
পোষ্ট অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তবে তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নিতাই চন্দ্র বুধুক জানান, রবিবার সকালে তিনি তার মা, বাবাকে সাথে নিয়ে সাতক্ষীরা পোষ্ট অফিসে ২লক্ষ টাকা জমা দেওয়ার জন্য যায়। পোষ্ট অফিসের ভিতরে টেবিলের উপরে টাকা রেখে গোনার সময় পেছন থেকে অজ্ঞাতনামা একজন ব্যাক্তি আমার গায়ে হাত দিয়া বলে যে তোমার টাকা পড়ে গেছে। তখন আমি দেখার জন্য নিচু হওয়া মাত্রই অজ্ঞাতনামা ব্যাক্তিরা আমার (মোট ৪বান্ডিলে ২লক্ষ) টাকা নিয়ে দ্রæত অফিস থেকে বের হয়ে যায়। আমি উঠে দেখি যে টেবিলের উপর আমার টাকা নাই। আমি দ্রæত বাহিরে এসে কাউকে খুজে পাইনি। আমি পরে পোষ্ট অফিসের সিসি টিভির ফুটেজে দেখতে পাই যে অজ্ঞাতনামা আসামীরা আমার টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটিয়া ফাড়ি ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফুটেজ দেখে চোরকে সম্পূর্নরুপে শনাক্ত করা যায়নি, তবে তদন্ত সাপেক্ষে আসামীদেরকে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।