বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষার সিনেমা ‘কিল হিম’। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এ সিনেমার দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।
প্রকাশিত একটি পোস্টারে দেখা যাচ্ছে, অনন্ত-বর্ষা মোটরসাইকেলে চেপে আছেন। দেখা যায় অনন্তর কপালে কাটা দাগ। গাড়ির হেডলাইট জ্বলছে। সানগ্লাস চোখে মোটর সাইকেলে পিস্তল হাতে গুলি করতে যাচ্ছেন অনন্ত জলিল। আরেকটা পোস্টারে বর্ষা, রুরেল, মিশা সওদাগর।
‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলের লুক প্রকাশ
জানা গেছে, বর্তমানে সিনেমার গানের শুটিং চলছে। শিগগির প্রচারণায় নামবেন সংশ্লিষ্টরা।
অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল। জানা গেছে, ২০ রোজার পর থেকে পুরোদমে প্রচারণা শুরু করবে ‘কিল হিম’ সিনেমার টিম।
এটি নিয়ে আসছে ঈদে মুক্তি অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা দাঁড়াল ৭টি। অন্য সিনেমাগুলো হলো শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জ্বীন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ , জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও বাপ্পী- মিতুর ‘শত্রু’।