
ইয়ারব হোসেন: দুণীতির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে।রুখে দাড়াতে হবে এ সাথে। তা হলে সামাজ থেকে দূনীতি দূর করা যাবে। সমাজে বিরোধ হলে প্রথমে মিমাংসার উদ্যেগ গ্রহন করতে হবে। বিকল্প বিরোধ মিমাংসা অনেক ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। বিকল্প বিরোধ মিমাংসায় অনেক খরচ বাঁচে। হয়রানির হাত থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দুদকের জেলা কমিটির এ মিমাংসা অনুষ্টানে বক্তরা এ কথা বলেন।
সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের রুহুল কুদ্দুস সরদার জানান,তার ভাই ছাদেক আলি জেলা দুণীতি কমিটির নিকট তার বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে বিকল্প বিরোধ মিমাংসার জন্য জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজান্মেল হোসেনের নেতৃত্বে একটি টীম সকালে ছয়ঘরিয়া মোড়ে আসেন। এ সময় দুই পক্ষের নিকট থেকে অভিযোগের বিষয়ে শোনেন। উপস্থিত বিভিন্ন গন্যমান্য লোকজনরে নিকট থেকে তথ্য নেন । সময় ছাদেক আলির নিকট অনেকে টাকা পাবেন বলে প্রমান মেলে। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন প্রমান মেলেনি। তিনি জানান, ছাদেক আলির নিকট এলাকাবাসি অনেক টাকা পাবে।
জেলা দূণীতির কমিটির সাধারন সম্পাদক জানান, ছাদের আলির জন্য অভিযোগটি মিমাংসার ঘটনা স্থালে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা দূনীতি সদস্য আব্দুর রব ওয়াছি,সাফিকুর রহমান,আগরদাড়ি ইউনিয়ান দুনীতি কমিটির সহ সভাপতি শ্যাম দাশ,সাধারন সম্পাদক সামছুর রহমান।