
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অসহায় দূস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে বাঁকাল এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরার ক্লিন ইমেজের যুব নেতা মীর মহিতুল আলম মহি। পৌষের তীব্র শীত জেঁকে বসেছে সাতক্ষীরায়। গরীব দুঃখী শীতার্ত মানুষের কষ্ট দেখে তাদের পাশে দাড়ালেন যুব নেতা মহি আলম। এসময় অসহায় গরীব দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সহ-সভাপতি মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।