
কিশোর কুমার : পাটকেলঘাটায় থানা পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । বুধবার রাত্র ৮টায় দিকে গোপন সংবাদের ভিক্তিতে থানা সদরে পাটকেলঘাটা প্রেট্রোল পাম্পের পাশে বাবুর’র স’মিল অফিসের সামনে থেকে কুমিরা দক্ষির পাড়া গ্রামের মৃত মনিরুল ইসলাম মনির’র পুত্র মাদক ব্যবসায়ী শামীম হোসেন (৩২)কে ১০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয় ।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার দায়িত্বরত ওসি (তদন্ত) জেল্লাল হোসেন বলেন,আটককুত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।। মামলা নং -৭ । আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে

