
ফিরোজ হোসেন: সাতক্ষীরা জেলায় বিভিন্ন উপজেলায় ৩৯তম বিসিএস এ উত্তীর্ণ ডাক্তারদের যোগদান উপলক্ষে পরিচতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় কনফারেন্সে রুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয় এর সিনয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সদর হাসপাতাল আরএমও ডা. জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুল আল কাফি, ডা. জয়ন্ত কুমার সরকারসহ বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবাগত ডাক্তারদের সৎ ও নিষ্ঠাবান হতে হবে। কোনভাবেই দায়িত্ব অবহেলা করা যাবে না। সমাজের অবহেলিত মানুষের গুরুত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণদের চিকিৎসা সেবায় আন্তরিক হতে হবে। পরে তিনি নবাগত তাক্তারদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।