
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
কুল্যা ইউনিয়ন পরিষদ:
গুনাকরকাটি বাজারে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামপুলিশ ও জনসাধারনের অংশগ্রহনে গুনাকরকাটি বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর আলোচনা সভায় ইউপি সদস্য উত্তম কুমার দাশ, ইব্রাহিম গাজী, আলমগীর হোসেন আঙ্গুর,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল বারী, কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা মোমিনুর রহমান, আশুতোষ দাশ সহ জনপ্রতিনিধিবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জয় বাংলা শ্লোগানের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার গাইনের সভাপতিত্বে ও চিত্তরঞ্জন রায় এর পরিচালনায় সহকারী শিক্ষক উদয় সানা, শিক্ষার্থী শুভ, তনুশ্রী, সৌরভ প্রমূখ বক্তব্য রাখেন।
নৈকাটি দাখিল মাদ্রাসা:
দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মহররম মোড়লের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুপার মাওলানা ইমদাদুল হক, সহকারী শিক্ষক আবু দাউদ হায়দার, নুরুজ্জামান প্রমূখ। সহকারী শিক্ষক তরিকুল ইসলামের পরিচালনায় এসময় শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে মাদ্রাসা মাঠে এক ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনা করা হয়।
বেউলা বিপিএনকে চিলেডাঙ্গা ওনমানিয়া দাখিল মাদ্রাসা:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। অত্র মাদ্রাসার সুপার মাওলানা আঃ রাজ্জাকের সভাপতিত্বে এসময় ম্যানেজিং কমিটির সদস্য আঃ খালেক, দাউদ হোসেন, আমজেদ গাইন, সহ-সুপার মাওলানা মনিরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
আরার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তরিকুল ইসলামের পরিচালনায় এসময় সহকারি শিক্ষক তানজিলা খাতুন, অনুকুল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তলণ, বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল ও সকল সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাম্পাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় :
দিবসটি পালনের লক্ষে সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে স্কুল হলরুমে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আব্দুল গনি, প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক এসে এম আক্তারুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়দল ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন :
বিজয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগ কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক ফারুক সানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সোহরাব হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আজহারুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ নেতা ফরিদুজ্জামান ফারুক, ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবু, সাবেক ইউপি সদস্য সমীরণ সরদার, আ’লীগ নেতা আব্দুল জলিল মোল্যা প্রমুখ।