
সাতক্ষীরা প্রতিনিধি:
চাহিদা মোতাবেক ঘুষের টাকা ছাড়া কোন দলিল হয় না সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে। এখানকার অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারন করায় প্রতিনিয়ত দলিল গ্রহীতারা হয়রানির শিকার হচ্ছেন। তবে এবার এক দলিল গ্রহীতার কাছে দলিল রেজিস্ট্রি করা বাবদ ১০ লক্ষ টাকা ঘুষ দাবি করে বিপাকে পড়েছেন সাব-রেজিস্টার অমায়িক বাবু। সাতক্ষীরার বিশিষ্ট ল্যান্ড ডেভালপার স্টেডফাস্ট ল্যান্ডের স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহর একটি দলিল রেজিস্ট্রি বাবদ ১০ লক্ষ টাকা ঘুষ চাওয়ায় বিপাকে পড়েছেন দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার অমায়িক বাবু। ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
খোঁজ খবর নিয়ে জানাযায়, নিবন্ধন অধিদপ্তর (আই জি আর) অফিসের মহাপরিদর্শকের নির্দেশে গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে তদন্তে আসেন যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব। এ সময় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মিসেস হাফিজা রুমা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার ল্যান্ড ডেভেলপার স্টেডফাস্ট ল্যান্ডেস এর স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ গত ২৩ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। যার স্বারক নাম্বার ১০.০৫.৪১০০.১০১.৯৯.০০১.২৫-৯৬৪।
অভিযোগের লিখিত নথি সূত্রে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীদাড়ি মৌজার বিআরএস ৫০৮ নম্বর খতিয়ানের ২১০৫ দাগে ৩১ শতক জমির মধ্যে ১৮ শতক জমির মালিক খুলনা জেলার সোনাডাঙ্গার বাসিন্দা মৃত মোমেনা রশিদের ছেলে মোকছুদার রশিদ বিরোধীয় অঞ্চলে বসবাস না করার কারনে ওই সম্পত্তি দেখাশুনা ও হস্তান্তর করার জন্য সাতক্ষীরা সদর থানার মধ্যকাটিয়ার বাসিন্দা স্টেডফাস্ট ল্যান্ডসের পরিচালক এস এম জুলফিকার আলী জিন্নাহর বরাবর একটি পাওয়ার অফ এ্যাটর্নী দলিল রেজিস্ট্রি করার জন্য গত ১৬ নভেম্বর দলিল উপস্থাপন করেন। তখন রেজিস্ট্রার অমায়িক বাবু দলিল সম্পাদনের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবী করেন। ঘুষের দাবীকৃত টাকা না দেওয়ায় জমির রেজিস্ট্রি সম্পাদন না করে তাদেরকে ফিরিয়ে দেন।
এ ব্যাপারে স্টেডফাস্ট ল্যান্ডস এর স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ জানান, আমি গত ১৬ নভেম্বর জমির মালিক কে নিয়ে ঘটনার দিন দুপুরে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে সাবরেজিস্টার অমায়িক বাবুর চেম্বারে যাই। তিনি দলিল সম্পাদন না করে বিভিন্ন তালবাহানা করেন। পরবর্তীতে দাবীকৃত ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের টাকা না পাওয়ায় তিনি দলিল ফিরিয়ে দেন। এ ঘটনায় তিনি নিবন্ধন অফিসের মহাপরিদর্শক বরাবর ঘুষ দাবির বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
এস এম জুলফিকার আলী জিন্নাহ আরো জানান, সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিস একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানকার সাবরেজিস্ট্রার দুর্নীতিবাজ অমায়িক বাবু সহ তার অফিস সহকারী, নৈশ প্রহরী এবং কিছু অসাধু দলিল লেখকদের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঘুষ বানিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। অফিসে টাকা না দিলে কোন বৈধ কাজ হয় না।
তদন্ত কর্মকর্তা যশোর জেলা রেজিস্টার আবু তালেব জানান, তদন্ত চলমান আছে। অধিকতর তদন্তের জন্য একটু সময় লাগছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সাব রেজিস্টার অময়িক বাবু সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। #

