মোমিনুর রহমান, দেবহাটা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সমাঝোতা না হওয়ায় যাচাই বাঁছাইয়ের লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হয়। ভোটে ৩জন সভাপতি পদে ও ৩জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে। ভোটে ইউপি চেয়ারম্যান মো. মুজিবর রহমান সভাপতি নির্বাচিত হয় এবং মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এসময় আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।
সভাপতি পদে বর্তমান সভাপতি মুজিবর রহমান ১০১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি পেয়েছেন ৭১ ভোট এবং অপর প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনি ১৪৫ ভোট পেয়ে পুনরায় তৃতীয় মেয়াদে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম ৮০ ভোট এবং আব্দুর রউফ পেয়েছেন ৫ ভোট।