
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের সংগঠনিক সম্পাদক সুমন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামলী রানী মন্ডল, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব ও সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের আজীবন সদস্য মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা তাঁতিদলের আহ্বায়ক হিরোন মন্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম। এসময় সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

