
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলা উদ্দীনকে গণসংর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে আশাশুনি বালির মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি, গণ মানুষের নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন প্রমুখ। মুহুর্মুহু করতালী শ্লোগানের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের পদভরে পরিপূর্ণ মাঠে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, উৎপাদন ও উন্নয়নের রিজনীতির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আশীর্বাদ বুকে ধারণ করে বলছি, আমি নির্বাচিত হই বা না হই আশাশুনির সর্বাত্মক উন্নয়নে আমি কাজ করে যাব। ইতিমধ্যে আমি অনেক প্রতিষ্ঠানে সহায়তা প্রদানসহ উন্নয়নের নজির রাখতে শুরু করেছি।

