
নিজস্ব প্রতিবেদক:কালিগঞ্জে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা গ্রাহকদের নিকট চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কোম্পানির শাখা অফিসে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। রূপালী ইন্সুইরেন্স কোম্পানীর ১৮ জন বীমা গ্রাহকের নিকট প্রায় ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।রূপালী ইন্স্যুরেন্স কালিগঞ্জ ও শ্যামনগর থানার ডিজিএম আলী মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব রোকনুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক নাজমুল ইসলাম, ও বিএনপি নেতা আলী বাহার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,রূপালী লাইফ ইন্স্যুরেন্স কালিগঞ্জ শাখার অধীনে ১৮ জন গ্রাহকের বীমার মেয়াদপূর্ণ হওয়ায় চেক বিতরণ করেছে। বীমা গ্রহীতাদের মেয়দপূর্ণ হওয়ার সাথে তাদের বীমাকৃত টাকা পরিশোধ করলে মানুষের আস্থা অর্জন হয়।মানুষ বীমা কোম্পানির প্রতি আস্থা রেখে ভবিষ্যতে বীমা করতে আগ্রহী হবে।রূপালী লাইফ ইন্স্যুরেন্স দীর্ঘবছর সুনামের সাথে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে গ্রাহকে আস্থা অর্জন করে।