
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পারুলিয়া ইউনিয়নের ছোটশান্তা ও খেজুরবাড়িয়া গ্রামকে আদর্শ গ্রাম ও ইকো ভিলেজ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ ঘোষণা দেওয়া হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইটি গ্রামকে ইকো ভিজেল ডিক্লেয়ারেশন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বক্তব্য দেন দেবাহটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, চাইল্ড ফোরামের মরিয়ম পারভীন, ছোটশান্তা ইকো ভিলেজের সভাপতি আব্দুল ওহাব, খেজুরবাড়িয়া ইকো ভিলেজের সভাপতি মিলন ঘোষ।
গ্রাম দুটিকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করার পেছনে উল্লেখযোগ্য বিষয় ছিল-প্রতি বাড়ির আঙিনায় সবজি চাষ, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা, প্লাস্টিক ব্যবহার হ্রাস, বিশুদ্ধ পানি সরবরাহ, সৌরশক্তির ব্যবহার, বৃক্ষরোপণ কর্মসূচি।
এসব উদ্যোগের কারণে ছোটশান্তা ও শ্যামনগর গ্রাম শতভাগ পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করে।
অনুষ্ঠানে সুশীলনের ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালানায় ইকো ভিজেল ডিক্লেয়ারেশনের সদস্যরা উপস্থিতিত ছিলেন