
পাইকগাছা প্রতিবেদক: উপকূলীয় পাইকগাছা কয়রা’র প্রধান সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছার গদাইপুর বাজারের সামনে প্রধান সড়কে পাইকগাছা কয়রা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি মাও. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও খুলনা – ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বক্তৃতা করেন, অ্যাড. সরোয়ার মাহবুব, সাইফুল ইসলাম নিরব, ওয়াহিদুজ্জামান মিন্টু, মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ গাজী, ফারুক হোসেন, কাজী মোস্তফা, গাজী ইসতেহাক, মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল মজিদ, শাহাবুদ্দিন ও জয়নাল গাজী। মানববন্ধনে বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু উন্নয়নের নামে ব্যাপক লুটপাট এবং দুর্নীতি করেছে। এ কাজে তাকে সহযোগিতা করেছে প্রশাসনের অসাধু কর্মকর্তারা। এ কারণে এলাকায় কোন টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি এবং প্রধান সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বক্তারা এ-সব অনিয়ম দূর্নীতির সঠিক তদন্ত করে সাবেক এমপি বাবু সহ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উপকূলীয় জনপদ পাইকগাছা কয়রা ১৮ সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।